Be a Trainer! Share your knowledge.
Home » blogger » জেনে নি শেখ সাদীর পরিচয় ।কেও মিস করবেন না ।

জেনে নি শেখ সাদীর পরিচয় ।কেও মিস করবেন না ।

Open With TuneBN

শেখ সাদীর সম্পর্কে কিছু পরিচয়ঃ______ প্রকৃত নাম শরফুদ্দীন । ডাক নাম মসলেহউদ্দীন। আর উপাধি বাঁ খেতাব হচ্ছে সাদী।তিনি বিশ্বের মানুষের কাছে পরিচিতি হয়ে আছেন শেখ সাদী নামে।জানা যায় কবির বাবা তৎকালীন শিরাজের বাদশাহ আতাবক সাদ বেন জঙ্গীর সেক্রেটারি ছিলেন। কবি নিজে তুকলাবীন সাদ জঙ্গীর রাজত্বকালে কবিতা লিখতেন,এ কারনেই তিনি নিজের নামের সঙ্গে সাদী উপাধি যোগ করেন এবং পরবর্তীকালে শেখ সাদী নামেই পরিচিতি হয়ে পড়েন। শেখ সাদীর জন্ম ১১৮৪খৃস্টাব্দে এবং মৃত্যু ১২৯২ খৃস্টাব্দে ।বাবার সাহচর্যেই শেখ সাদী শিশূকাল অতিক্রম করেন। বলা যায় দরবেশ পিতার আদর্শেই আদর্শবান হয়ে গড়ে ওঠেন শেখ সাদী। তাঁর কিছু উপদেশ বানী যুগে যুগে প্রচলিত।তার মধ্যে ৮টি উপদেশ পাঠকদের জন্য রইল। (উপরের উপদেশগুলো লক্ষ্য করুন) । বাল্যকালেই সাদীর পিতা ইন্তেকাল করেন। শিশুকাল হতে যদিও শেখ সাদী ফকিরী ও দরবেশী জীবন বেশি পছন্দ করতেন তবুও তিনি জ্ঞান অর্জনকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন।শেখ সাদী বাগদাদে লেখা পড়া শেষ হয়ে দেশভ্রমণে বের হন।তিনি এশিয়া ও আফ্রিকার দেশগুলো দীর্ঘ সময় ব্যয় করে ভ্রমণ করেন। তিনি তাঁর দীর্ঘ জীবঙ্কে এভাবে ভাগ করে নিয়েছিলেন____ ত্রিশ বছর লেখাপড়ায় ত্রিশ বছর দেশভ্রমণে ত্রিশ বছর গ্রন্থ রচনায়,ভাগ করে নিয়েছিলেন। শেখ সাদী দৈহিকভাবে অত্যন্ত বলিষ্ঠ ছিলেন। তিনি পায়ে হেটে পাহাড়,পর্বত,মরুভূমি,নদী- নালা(সাতার কেটে)সবই এমনকি তিনি ফকির দরবেশের ন্যায় খালি পায়ে পাড়ি জমিয়েছেন।
2019 ago [01-09-19 (11:05)]

About Author

Jobayer
author

Wilibn.com ad

1 responses to জেনে নি শেখ সাদীর পরিচয় ।কেও মিস করবেন না ।

Leave a Reply

You must be logged in to post a comment.
www.tunebn.com
Create Trickbd Style Wapkiz Site [Full Tutorial]