Be a Trainer! Share your knowledge.
Home » html » HTML কি এবং এর মৌলিক বিষয় সমূহ।

HTML কি এবং এর মৌলিক বিষয় সমূহ।

Open With TuneBN

introduce with html tag

বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন স্থানের বিভিন্ন সার্ভারে কয়েক মিলিয়ন ওয়েব সাইট সংরক্ষিত আছে। HTML এর সাহায্যে ওয়েবে তথ্য প্রকাশ করা হয়। এইচটিএমএল দিয়ে মূলত ডকুমেন্টের স্ট্রাকচার নির্দেশ করে। এতে থাকে ব্রাউজার কীভাবে বিভিন্ন অংশকে প্রদর্শন করবে তার নির্দেশ। HTML এর বিভিন্ন নির্দেশকে বলা হয় ট্যাগ। তাই ওয়েব সাইটের বিভিন্ন তথ্য উপস্থাপন এবং ওয়েব সাইট ডিজাইনের জন্য ” HTML কি ” জানতে হবে। ” HTML কি ” জানার পাশাপাশি আমাদের আরও জানতে হবে HTML এর ট্যাগ সমূহ এবং এর মৌলিক বিষয় সমূহ সম্পর্কে। আজকের আর্টিকেলে  HTML কি , HTML আবিষ্কার এবং HTML এর সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে।

HTML কি

HTML এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language । ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web: WWW) ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ তৈরি করা, ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে যে ল্যাংগুয়েজটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তা হলো HTML । এইচটিএমএল ল্যাংগুয়েজটি ব্যবহার করে প্রোগ্রামাররা ওয়েব পেজে লেখা, অডিও, ভিডিও, স্থির চিত্র, অ্যানিমেশন ইত্যাদি সুন্দরভাবে উপস্থাপন করেন। এটি ভিজুয়াল বেসিক C++ এর মত কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটি এক ধরনের Script ল্যাংগুয়েজ। এধরনের ল্যাংগুয়েজ ব্যবহার করে মূলত ডকুমেন্টের স্ট্রাকচার নির্দেশ করে। এতে থাকে ব্রাউজার কিভাবে বিভিন্ন অংশকে প্রদর্শন করবে তার নির্দেশ। এটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থেকে অনেক সহজ।

এইচটিএমএল কার্যকরভাবে প্লাটফর্ম স্বনির্ভর (Platform Independent) সমন্বয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ক উপকরণ তৈরি করা যায় এর সমন্বয়ের মাধ্যমে।

HTML আবিষ্কার

এটি একটি বহুমুখী (Versatile) ল্যাংগুয়েজ। HTML হচ্ছে SGML (Standard Generalized Markup Language) এর উন্নত সংস্করণ। ১১৯০ সালে জেনেভার Cern-এ কাজ করার সময় টিম বার্নাস-লী সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। W3C কর্তৃক প্রথম ডেভলপকৃত HTML 3.0 প্রকাশিত হয় ১৯৯৭ সালের জানুয়ারিতে। একই বছরের শেষ ডিসেম্বরে W3C HTML এর নতুন সংস্করণ HTML 4.2 প্রকাশ করে। বর্তমানে HTML সর্বশেষ সংস্করণ হচ্ছে HTML 5 ।

HTML এর মৌলিক বিষয় সমূহ

যে কোন ধরনের টেক্সট এডিটর ব্যবহার করে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা হয়। এসব টেক্সট এডিটরে ওয়েব পেজের জন্য নিয়ম মাফিক লিখিত টেক্সট ফাইল-ই হলো এইচটিএমএল ডকুমেন্ট। এইচটিএমএল ডকুমেন্ট তৈরির জন্য সাধারণত যেসব টেক্সট এডিটর ব্যবহৃত হয় তা হলো- উইন্ডোজের (যেমন Notepad, Wordpad, Fornt Page ইত্যাদি), ম্যাকিন্টোশের Simple Text বা ইউম্যাক্স মেশিনের Emacs ইত্যাদি। টেক্সট এডিটর এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করার পর ফাইলটি .htm বা .html বর্ধিতাংশে লিখে একটি নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করতে হবে। যেমন

নোটপ্যাড প্রোগ্রাম ব্যবহার করে নিচের মত করে কোড লিখতে হবে-

Title of page

We are professional SEO expert

এরপর একটি ব্রাউজিং সফটওয়্যার (Google Chorme OR Mozilla Firefox) ব্যবহার করে ঐ নির্দিষ্ট ফোল্ডার থেকে ফাইলটি ওপেন করলেই পেজটির আউটপুট দেখা যাবে।

এইচটিএমএল এর ফর্মের সাহায্যে ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা যায়। ডকুমেন্ট, স্প্রেডশীট, ভিডিও ক্লীপ ও অন্য অ্যাপলিকেশন ডাটা সহজে ব্যবহার করা যায়।

এইচটিএমএল ভাষার নির্দিষ্ট কতকগুলো ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। ওয়েব পেজ তৈরির প্রধান দুইটি অংশ থাকে। যথা-

HTML এর সুবিধা

HTML এর অসুবিধা

HTML এর কিছু অসুবিধা থাকলেও এর প্রচুর সুবিধা রয়েছে যে কারণে HTML  বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয়। ” HTML কি “এই বিষয়ে যে  কোন ধরণের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। পরবর্তীতে HTML ট্যাগ ও সিনটেক্স নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে।

আল্লাহ্‌ হাফেজ…

2019 ago [18-02-19 (09:35)]

About Author

Imran
author

Wilibn.com ad

1 responses to HTML কি এবং এর মৌলিক বিষয় সমূহ।

Leave a Reply

You must be logged in to post a comment.
www.tunebn.com
Create Trickbd Style Wapkiz Site [Full Tutorial]